বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে ইবি ছাত্রী তামান্নার গোল্ড মেডেল জয় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৯ মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পে আজ ঢাকায় অনুষ্ঠিত মেরাথন দৌড়ে গোল্ড মেডেল জয় করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তামান্না আক্তার। বিজয়ী তামান্না স্বরাষ্ট্রমন্ত্রী এবং ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এর কাছ থেকে পুরষ্কার নেন। ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৫টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে প্রথমবারের মত গত ১৭ মার্চ শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প’। জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্বাবধানে চ্যাম্পিয়নশিপে ৬৫টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ৩ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে। খেলায় ইভেন্ট গুলোর মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সুইমিং, সাইক্লিং, ভলিবল, সাঁতার, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস ও বাস্কেটবল। বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় চ্যাম্প এর ইবির প্রধান সমন্বয়ক ও অ্যাথলেটিকের ম্যানেজার প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, আমি আশাবাদি এই খেলায় আমরা সর্বোচ্চ গোল্ড পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শীর্ষে অবস্থান করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল বলেন, আমি প্রত্যাশা করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়রা যে সমস্ত ইভেন্ট গুলোতে অংশগ্রহণ করতেছে তারা সাফল্যের সাথে বিজয় অর্জন করবে। উল্লেখ্য, মাসব্যাপী চ্যাম্পিয়নশিপে প্রত্যেক ইভেন্টের প্রথম ৩ জন বিজয়ীকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হবে। সর্বোচ্চ পদকজয়ী বিশ্ববিদ্যালয়কে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হবে। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: