ইবিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে শিক্ষার্থীদের অনশন, আটক ২২ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯ মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবিতে অনশনে বসেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির দাবীতে প্রশাসন ভবনের সামনে বসে আন্দোলন করেছে। গতকাল মঙ্গলবার থেকে তারা আন্দোলনে নেমেছিলো। শিক্ষার্থীরা বলেন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকায় চাকরি ক্ষেত্রে আমাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রী আমাদের ন্যায্য অধিকার। জানা যায়, গত বছরের ১২ নভেম্বর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফলিত রসায়ন ও ক্যামিকৌশল ইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সমন্বয়ে ইঞ্জিনিয়ারিং অনুষদ চালু করা হয় এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে উক্ত বিভাগের শিক্ষার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এদিকে বুধবার ভোর রাতে অনশনে আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থীদেরকে পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, মঙ্গলবার রাত ৯টা থেকে ভোর রাত সোয়া ৪টা পর্যন্ত পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ডীন অফিসে অনুষদের ডীন ও ছাত্র উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। পরে শিক্ষার্থীদের সাথে বহুবার কথা বলেও তাদেরকে কনভেন্স করা সম্ভব হয়নি তখন পুলিশি সহায়তায় তালা ভেঙ্গে ডীন ও ছাত্র উপদেষ্টাকে ভোর রাত সাড়ে ৪টায় উদ্ধার করা হয়। এ আন্দোলনকে উসকানিমূলক, অন্যদিকে প্রবাহিত এবং শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবিতে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসে আছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি আজ সকালে উপাচার্যের কার্যালয়ে উপাচার্যের সাথে সাক্ষাত করেন পরে শিক্ষার্থীদেরকে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সকল বিষয়ে আমরা সহানুভূতিশীল তাদের আচরণের উপর নির্ভর করবে আমাদের সহানুভূতি তারা গ্রহণ করবে কিনা। আর শিক্ষার্থীরা বলছেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাবো। গ্রেফতারকৃত শিক্ষার্থীদের বিষয়ে ইবি থানার ওসি রতন শেখ বলেন, ডীন ও ছাত্র উপদেষ্টাকে জিম্মি করে রাখায় ২২জন শিক্ষার্থীকে বুধবার ভোর সাড়ে ৪টায় গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: