ইবিতে বর্ধিত ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলন

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৯

মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি: বর্ধিত ফি বাড়ানোর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা।

জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রশাসন ভবনের ফটক ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে আন্দোলন করেছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, প্রধান ফটক অবরোধ করে, ‘হই হই রই রই টাকা গুলো গেলো কই, ইবি পাবলিক না প্রাইভেট জানতে চাই জানিতে চাই, অতিরিক্ত সেশন ফি কমাতে হবে কমাতে হবে, অতিরিক্ত ভর্তি ফি কমাতে কমাতে হবে, এক দফা এক দাবি,মানতে হবে মানতে হবে, শিক্ষা আমাদের সুযোগ নয় শিক্ষা আমাদের অধিকার, প্রশাসন কি দেখে না’? সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা

এসময় আন্দোলনকারীরা বলেন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি ফি, সেমিস্টার ফি, হল ফি, পরিবহন ফি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি বাড়ানোর প্রতিবাদে এ আন্দোলন করছি।

আন্দোলন চলাকালে ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোঃ আনিচুর রহমান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরতে বলেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের কথায় গ্রাহ্য করেনি। কয়েকবার তাদের প্রতিনিধি দল নিয়ে উপাচার্যের সাথে বৈঠক করার আহ্বান করা হয় কিন্তু তারা কারো কথায় আশ্বস্ত হয়নি।

পরে বিকেল ৪টায় শিক্ষক সমিতির সভাপতি ও অন্যান্য শিক্ষকসহ প্রশাসনের কর্তাব্যক্তিদের নিয়ে ঘন্টাব্যাপি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মৌখিক আশ্বাসে প্রধান ফটক ত্যাগ করে।

এদিকে দীর্ঘ প্রায় ৭ ঘন্টা আন্দোলন করে ২জন শিক্ষার্থী অজ্ঞান হয়ে হয়ে যায় এবং কয়েকজন অসুস্থ হয়ে পড়ে পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে তাদেরকে প্রাথমিক সেবা দেয়া হয়।

/আরএ

Comments