ইবিতে বর্ষবরণ

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০১৯

মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি: বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাংলা নববর্ষ ১৪২৬ বরণ করে নিয়েছে।

বর্ষবরণ উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে উপাচার্য ড. রাশিদ আসকারীর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ‘বাংলামঞ্চ’ সাংস্কৃতিক অনুষ্ঠানস্থলে সমবেত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে উপাচার্যসহ অন্যান্যরা

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার উদ্বোধন করেন উপাচার্য ড. রাশিদ আসকারী।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিন তোহা। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পহেলা বৈশাখ উদযাপন কমিটি ২০১৯ এর আহবায়ক অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম।

উল্লেখ্য, ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী এ বৈশাখী মেলা সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে দুপুর ৩টা হতে রাত ৮ টা পর্যন্ত এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

/আরএ

Comments