দুর্নীতির মুলোৎপাটন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই: ফজলুল করীম মারুফ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৯ নিজস্ব প্রতিবেদক: আদর্শিক নেতৃত্ব না থাকায় দেশের সকল পর্যায়ে দুর্নীতি ও অনিয়মের খবর এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। আমরা দেশের প্রতিটি পর্যায় থেকে দুর্নীতির মুলোৎপাটন করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্যই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সৎ, যোগ্য ও আদর্শ নেতৃত্ব গড়ার জন্য নিয়মিত কাজ করছে। আজ ৩০ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় রাজধানীর সাঈদনগরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত ৪দিনব্যাপী কর্মী তারবিয়াতের সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। শেখ মারুফ বলেন, আমরা স্বাধীনতার অর্ধশত বছর অতিক্রম করতে চলেছি। কিন্তু আমাদের কাঙ্খিত স্বাধীনতার প্রকৃত স্বাদ আজো ভোগ করতে পারিনি। স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা, দেশ গড়ায় অংশ নিতে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার পাচ্ছি না। দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ অনুভব করাতে আগামী দিনে জাতির নেতৃত্ব ইশা ছাত্র আন্দোলন কেই হাতে নিতে হবে। এজন্য ইশা ছাত্র আন্দোলন-এর কর্মীদের যোগ্যতার শীর্ষে আরোহণ করার আহবান জানান শেখ ফজলুল করীম মারুফ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় ৪ দিনব্যাপী কর্মী তারবিয়াতের সমাপনী অধিবেশনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুজ্জাহের আরেফী, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ আব্দুল জলিল, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রকাশনা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গণী, আলিয়া মাদরাসা সম্পাদক সাইফ মুহাম্মাদ সালমান, স্কুল সম্পাদক শেখ ইহতেশাম বিল্লাহ আজিজী, সদস্য এইচ এম সাখাওয়াত উল্লাহ, সদস্য মুহাম্মাদ ইবরাহীম হুসাইন প্রমূখ নেতৃবৃন্দ। /আরএ Comments SHARES সংগঠন বিষয়: