অংশগ্রহনমূলক ডাকসু নির্বাচনের দাবিতে ইশা ছাত্র আন্দোলনের বিক্ষোভ

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৯
অংশগ্রহনমূলক ডাকসু নির্বাচনের দাবিতে ইশা ছাত্র আন্দোলন বিক্ষোভ করছে। ছবি: একুশ নিউজ

একুশ সংবাদ: প্রতিক্রিয়াশীল সকল সংগঠনের অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সেক্রটারি জেনারেল এইচ এম হাছিবুল ইসলাম।

ঢাবির কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন বিভাগ ও হল ভবন প্রদক্ষিণ করে টিএসসির মোড়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেষে বক্তারা বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন একটি সুশৃঙ্খল প্রতিক্রয়াশীল ছাত্র সংগঠন। ঢাবি ক্যাম্পাসেও সংগঠনের উপস্থিতি দীর্ঘদিন থেকে। এ অবস্থায় ডাকসু নির্বাচনে ছাত্র আন্দোলনকে অংশগ্রহণের সুযোগ না দেয়া চরম বৈষম্যমূলক আচরণের বহিঃপ্রকাশ।

বক্তারা ডাকসু নির্বাচনে ছাত্র আন্দোলন সহ সকল সংগঠনের অংশগ্রহণের দাবি জানান। এসময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/সিএইচ

Comments