মালয়েশিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেলেন বরগুনার সন্তান ইমরান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৯ নাজমুল হাসান: বরগুনার জেলার কৃতি সন্তান মো. মেহেদী হাসান ইমরান মালয়েশিয়াতে সর্বচ্চো ‘প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড’ লাভ করেছেন। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি’ থেকে গত ২৪ মার্চ তাকে এই সম্মাননা প্রদান করা হয়। তিনি এই প্রতিষ্ঠান থেকে মেরিন টেকনোলজিতে গ্রাজুয়েশন করেন। তার হাতে এ পদক তুলে দেন আইআইম্যাট কলেজের প্রেসিডেন্ট ডক্টর সার্ভেয়ার স্টিভ ঈ। শতকরা ৯৩ ভাগ নম্বর ( দ্বিতীয় সর্বোচ্চ কলেজের মধ্যে) পেয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করা ইমরান ওই কলেজের সেরা ছাত্র হিসেবে ‘President Award’ পেয়েছেন। ইমরান বর্তমানে মালয়েশিয়ায় ‘University Malaysia Terengganu’ তে Bachelor of applied science (Maritime technology ) নিয়ে পড়াশোনা করছেন। মোঃ মেহেদী হাসান ইমরান বরগুনা জেলার আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের শিক্ষক আবদুর জব্বার মোল্লার ছেলে। তিনি ২০১০ সালে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি ও ২০১২ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে এইচ.এস.সি পাস করেন। এরপর উচ্চশিক্ষা অর্জনের জন্য মালেয়েশিয়াতে গমন করেন। ইমরানের সর্বচ্চো এ্যাওয়ার্ড অর্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যিই এটা আমার জন্য আনন্দ ও গৌরবের। আমাকে তারা তাদের সর্বোচ্চ সম্মাননা দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহর রহমত, নিজের চেষ্টা ও সবার দোয়া থাকলে শুধুমাত্র দেশে নয় বিদেশের মাটিতেও নিজের দেশ বাংলাদেশকে উপস্থাপন করা যায়। আমি এই এ্যাওয়ার্ড পেয়ে সেটাকে হয়তো কিছুটা প্রমান করতে পেরেছি’। /আরএ Comments SHARES প্রবাস বিষয়: