হেলিকপ্টারে চড়ে ইজতেমায় আল্লামা শফী

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৯

একুশ নিউজ: হেলিকপ্টারে চড়ে ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে আসলেন হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।

শুক্রবার সকাল ১০টার দিকে তার জন্মস্থান চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ইছাখালী থেকে বেসরকারি হেলিকপ্টারে তিনি টঙ্গীর উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেন। সফরসঙ্গী ছিলেন তার ছেলে হেফাজত ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

মাওলানা আনাস মাদানী সমকালকে জানান, হেফাজত আমির সেখানে জুমা পড়বেন। শনিবার আখেরি মুনাজাত পর্যন্ত ইজতেমা ময়দানে থাকবেন তারা।

তিনি আরও জানান, দুই বছরই আল্লামা আহমদ শফি চট্টগ্রাম আঞ্চলিক ইজতেমায় অংশগ্রহণ করেছিলেন। দাওয়াতের কাজে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং আলমী শুরার প্রতি সম্মান জানিয়ে অসুস্থ শরীর নিয়ে বিশ্ব ইজতেমায় শরীক হচ্ছেন তিনি।

অপরদিকে, ভিন্ন একটি বেসরকারি হেলিকপ্টারে হাটহাজারী মাদ্রাসার ঈদগাহ ময়দান থেকে সিলেটের জকিগঞ্জে গেলেন হেফাজতে ইসলামের মহাসচিব জোনায়েদ বাবুনগরী।

জকিগঞ্জে তিনি জামিয়া মুহাম্মাদীয়া মাদরাসার শত বার্ষিকীতে অংশগ্রহণ করতে গেছেন বলে নিশ্চিত করেছেন তার খাদেম মাওলানা জুনাইদ।

/আইকে

Comments