পুঁজিবাদী অর্থনীতি বেকার সমস্যাকে আরো প্রকট করে তুলেছে: ইসলামী যুব আন্দোলন

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯

ডেস্ক: প্রতিনিয়ত আয়বৈষম্য বেড়ে যাওয়ার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও উৎপাদন খাতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। যার ফলে দেশে বেকার যুবসমাজ হতাশায় ভুগছে, এভাবে চলতে থাকলে দেশের সামাজিক ভারসাম্য হারিয়ে যাবে।

আজ ১২ ই ফেব্রুয়ারি’১৯ (মঙ্গলবার) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান ও সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।

তারা আরো বলেন, আন্তর্জাতিক শ্রমসংস্থা (আইএলও) সহ প্রায় সকল প্রতিবেদনে দেখা যাচ্ছে বাংলাদেশের এই বেকার সমস্যা সমাধান না হয়ে বরং দিনদিন বেড়েই চলছে। এই বেকারত্বের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট মহল এবং দেশের এলিট শ্রেণী বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে সমাধানে এগিয়ে আসতে হবে। তাহলে দেশের যুবসমাজ দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

নেতৃবৃন্দ আরো বলেন, পুঁজিবাদী অর্থনীতিই এই বেকার সমস্যাকে আরো প্রকট করে তুলেছে। তাই পুঁজিবাদী অর্থনীতির পরিবর্তে বৈষম্যহীন ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার জন্য যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে হবে।

/আরএ

Comments