ইবি রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০১৯

মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি: আজ শনিবার (৩০ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নং কক্ষে ইবি রোভার স্কাউট গ্রুপের সহচর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, রোভার স্কাউট লিডার (আরএসএল) প্রফেসর ড. আমিনুল ইসলাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ সিনিয়র রোভার মেট মোস্তফা কামাল, সিনিয়র রোভার মেট আখতার হোসেন আজাদ, ওয়াহেদ আলী, জান্নাতুল ফেরদৌস মিরা, ইমামুল হাসান সোহান সহ বিভিন্ন স্তরের রোভার সদস্যবৃন্দ।

এই ভর্তি পরীক্ষায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আগামী ২ এপ্রিল, ২০১৯ তারিখ সাক্ষাৎকার গ্রহণের পর এর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ একটি স্বেচ্ছাসেবামূলক সংগঠন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে, ভর্তি পরীক্ষায় শৃঙ্খলা রক্ষার কাজে রোভার সদস্যদের বিশেষ সুনাম রয়েছে।

এছাড়াও বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন ক্রান্তিকালে রোভার সদস্যরা দক্ষতার সাথে তা মোকাবেলা করে দেশের সেবা প্রদানের মাধমে নিজেকে দক্ষ জনসম্পদে পরিণত করে চলেছে।

বিআইজে/

Comments