টাকা ছাড়া মিলছে না এইচএসসির প্রবেশপত্র নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৯ আব্দুল্লাহ আল মারুফ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে নাসরিন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে । বোর্ডের আদেশ উপেক্ষা করে অধ্যক্ষের নির্দেশে পরীক্ষার্থীদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে দিতে হচ্ছে বলে অভিযোগ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। জানা গেছে, আসন্ন এইচএসসি পরীক্ষায় নাসরিন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের প্রায় ২শ’ ৩জন পরীক্ষার্থী রয়েছে। প্রবেশপত্র বিতরণে কোন টাকা না নেওয়ার বিধান থাকলেও তা মানছেনা প্রতিষ্ঠানটি। পরীক্ষার প্রবেশপত্র বিতরণে অধ্যক্ষসহ বেশকিছু শিক্ষকের যোগসাজসে পরীক্ষার্থীদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে আদায় করছে প্রতিষ্ঠানটি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন পরীক্ষার্থী জানান,আমাদের কাছে থেকে প্রবেশপত্র নিতে ৫০ টাকা দিতে হবে। আর টাকা না দিলে কাউকে প্রবেশপত্র দেওয়া হবেনা। কলেজের অধ্যক্ষ ফজলুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ মিটিংয়ের কথা বলে এরিয়ে যান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম কে ঘটনাটি জানানো হলে তিনি বলেন, এ ব্যপারে আমি কিছু জানিনা। এ বিষয়ে কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, প্রবেশপত্র বিতরণে টাকা নেওয়ার বিষয়টি আমি জানার পর তাৎক্ষণাত অধ্যক্ষকে ফোন করে প্রবেশপত্র বিতরণে টাকা নেয়া বন্ধ করে দেয়া হয়েছে। এফএফ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: