হিজড়াদের সুন্দরী প্রতিযোগিতা: প্রথমস্থান রয়ালের

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

ডেস্ক: ট্রান্সজেন্ডার বা হিজড়াদের ১৫তম সুন্দরী প্রতিযোগিতার পর্দা নামলো সোমবার। এবারের আসরটি বসেছিল থাইল্যান্ডের পাটায়াতে।

১৫তম এ আসরে প্রথমবারের মতো বিজয়ীর মুকুট মাথায় উঠেছে জেজেল বার্বি রয়াল নামে এক কৃষ্ণাঙ্গের।

চলতি বছরে সেটাই করে দেখালেন রয়াল। যুক্তরাষ্ট্রের এই ট্রান্সজেন্ডার প্রতিনিধি জিতে নিয়েছেন ‘মিস ইন্টারন্যাশনাল কুইন ২০১৯’-এর মুকুট।

২০০৪ সাল থেকে আয়োজন করা হচ্ছে হিজড়াদের সুন্দরী প্রতিযোগিতা। এ পর্যন্ত মুকুট জিততে পারেননি কোনো কৃষ্ণাঙ্গ।

এছাড়া প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন আয়োজক দেশ থাইল্যান্ডের কানওয়ারা কায়েজিন। দ্বিতীয় রানার আপ হয়েছেন চীনের ইয়া সি।

এদিকে পঞ্চমবারের মতো আয়োজনে প্রতিযোগী পাঠিয়েছিল মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়া। তবে আলো ছড়াতে পারেননি দেশটি থেকে অংশ নেয়া ইন্দাহ চেরিল।

এবার ব্রাজিল থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন রাফায়েলা মানফ্রিনি। ২০১৩ সালে সবশেষ ‘মিস ইন্টারন্যাশনাল কুইন’ জিতেছিল দেশটি। মালয়েশিয়া থেকে অংশ নিয়েছিলেন লারা জেসিন্তা।

অন্যদিকে দক্ষিণ এশিয়া থেকে আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছে নেপাল। এবার দেশটি থেকে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিলেন এঞ্জেল লামা।

এফএফ

Comments