ডারবান চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা’: অ্যা ডটারস টেল’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ৪০তম ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত জনপ্রিয় ডকুফিকশন ‘হাসিনা: আ ডটারস টেল’। ডকুফিকশনটি আগামী ২০ ও ২৪ জুলাই ডারবান উৎসবে দেখানো হবে বলে নিশ্চিত করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। দক্ষিণ আফ্রিকার ডারবানের কাওয়াজুলু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত। পিপলু আর খানের পরিচালনায় ‘হাসিনা’ ডকু-ফিকশন চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ১৯৭৫ সালে সপরিবারে বাব-মা হারানো দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার জীবন কাহিনী নিয়ে। কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে। যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প এবং তার বোন শেখ রেহানার গল্প। Comments SHARES বিনোদন বিষয়: