ডারবান চলচ্চিত্র উৎসবে ‘হাসিনা’: অ্যা ডটারস টেল’

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৯

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য ৪০তম ডারবান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত জনপ্রিয় ডকুফিকশন ‘হাসিনা: আ ডটারস টেল’।

ডকুফিকশনটি আগামী ২০ ও ২৪ জুলাই ডারবান উৎসবে দেখানো হবে বলে নিশ্চিত করেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন (সিআরআই)। দক্ষিণ আফ্রিকার ডারবানের কাওয়াজুলু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১৮ থেকে ২৮ জুলাই পর্যন্ত।

পিপলু আর খানের পরিচালনায় ‘হাসিনা’ ডকু-ফিকশন চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ১৯৭৫ সালে সপরিবারে বাব-মা হারানো দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার জীবন কাহিনী নিয়ে। কাহিনী গড়ে উঠেছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের দুঃখ-বিষাদ, ব্যক্তিগত আখ্যান, আর নৈকট্যের গল্পগুলো নিয়ে।

যদিও নির্মাতা বলছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বায়োপিক নয়, বরং এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গল্প এবং তার বোন শেখ রেহানার গল্প।

Comments