গাইবান্ধায় ৩০০ বছরের পুরোনো মূর্তি উদ্ধার

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯
গাইবান্ধায় ৩০০ বছরের পুরোনো উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি। ছবি: একুশ নিউজ

রেজুয়ান খান রিকন, গাইবান্ধা: গাইবান্ধার সদর উপজেলা থেকে ৩০০ বছরের পুরনো কষ্টি পাথরের একটি শিবমূর্তি উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল পুলিশের কাছে মূর্তিটি হস্তান্তর করেন।

চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল বলেন, রামনাথের ভিটা গ্রামের আজগর আলীর ছেলে নদীতে গোসল করতে গিয়ে শিবমূর্তিটি দেখতে পেয়ে বাড়িতে নিয়ে আসেন। পরে সে মূর্তিটি আমার কাছে জমা দেয়। দুপুরে ইউনিয়ন পরিষদের অফিস থেকে মূর্তিটি সদর থানায় নিয়ে যাওয়া হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, মূর্তিটি প্রায় ৩০০ বছরের পুরনো ১৭১৭ সালের। ধারনা করা হচ্ছে এটির মূল্য কোটি টাকার উপরে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর এটি কষ্টি পাথরের কিনা তা বোঝা যাবে।

/সিএইচ

Comments