সংসদে শপথ অনুষ্ঠিত; নেই ঐক্যফ্রন্ট এমপিরা

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: জাতীয় সংসদ সচিবালয়ে একাদশ জাতীয় সংসদের নব নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ ভবনের পূর্ব ব্লকের ১ম লেভেলের (নিচতলায়) শপথ কক্ষে নব নির্বাচিত এমপিদের শপথ পাঠ করারন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।

কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত জাতীয় ঐক্যফ্রন্টের এমপিরা এদিন শপথ নিতে সংসদে যাননি।

নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তা প্রত্যাখান করে বিএনপি ও ঐক্যফ্রন্ট। বিএনপি মহাসচিব জানায় বিএনপির প্রার্থীরা এই ফল প্রত্যাখান করেছে। তারা শপথ নিবে না।

বিএনপির পর জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও শপথ না নেওয়ার পক্ষে অনড় থাকে। এবং শপথ অনুষ্ঠান বর্জ করে।

ফ্রন্টের অঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ‘গণফোরাম’ থেকে নির্বাচিত দুই সাংসদ সুলতান মুহাম্মদ মানসুর ও মোকাব্বির চৌধুরীও এদিন শপথ অনুষ্ঠান বর্জন করে।

এর আগে জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী প্রথমে নিজেই নিজের শপথ পাঠ করেন। এরপর তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এসময় প্রধানমন্ত্রী নিজ আসন থেকে দাঁড়িয়ে স্পিকারকে অভিনন্দন জানান। পরে প্রধানমন্ত্রী সহ অন্যান্য এমপিদের শপথ পাঠ করান স্পিকার শিরিন শারমিন চৌধুরী।

/এসএস

Comments