কুবিতে অনুস্বার’র স্বাধীনতার দেয়ালিকা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৯ খোরশেদ আলম, কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাহিত্য সংগঠন অনুস্বারের উদ্যোগে উন্মোচিত হয়েছে স্বাধীনতার দেয়ালিকা। ৩০ ফুট দৈর্ঘ্যের এই দেয়ালিকার নাম ‘২৬’। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের স্বাধীনতা, দেশ এবং বিদ্রোহ নিয়ে লেখা বিভিন্ন কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ঠাঁই পেয়েছে এখানে। প্রায় ৪০ টি লেখাসমৃদ্ধ এই দেয়ালিকাটি স্থাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সম্মুখভাগে। ২৬ মার্চ (মঙ্গলবার) সকালে দেয়ালিকাটি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। দেয়ালিকাটি উন্মোচনের পর থেকেই শিক্ষক-শিক্ষার্থীরা এসে ভিড় করেন লেখা পড়ার জন্য। দেয়ালিকাটি সম্বন্ধে অনুস্বারের সভাপতি শতাব্দী জুবায়ের বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও স্বাধীনতার দেয়ালিকা উন্মোচন করেছে অনুস্বার। দেয়ালিকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের লেখা স্থান পেয়েছে। অনুস্বার পরিবার চায় সবাই স্বাধীনতা নিয়ে ভাবুক, লেখুক স্বাধীনতা নিয়ে চিন্তা করুক। মননে স্বাধীনতাকে ধারণ করুক সবাই। তিনি জানান, এ বছরের দেয়ালিকা ৩০ ফুট দৈর্ঘ্যের। বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের লেখা নিয়ে আগামিতে আরও বেশি দৈর্ঘ্যের দেয়ালিকা করার চেষ্টা করবে অনুস্বার পরিবার। উল্লেখ্য, অনুস্বার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি সাহিত্যভিত্তিক সংগঠন। তারা সাহিত্য নিয়ে বিভিন্ন পাঠচক্র আয়োজন ও লেখালেখির চর্চা চালু রাখতে নিয়মিত শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন আয়োজন করে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য কিছুদিন আগে তাদের আয়োজনে করা ‘নয় শব্দের গল্প’। দেয়ালিকা আয়োজনে অনুস্বারের অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি হিমেল দেবনাথ, দপ্তর সম্পাদক আব্দুর রহমান, সদস্য আরাফাত রাফি, আশহাদুজ্জামান শাহেদ, আসমা আক্তার মুক্তা, সুমাইয়া আক্তার, সাজনীন সুমি প্রমুখ। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: