ঘূর্ণিঝড় ‘ফণী’ সৃষ্ট দুর্যোগ ব্যবস্থাপনায় ইশা ছাত্র আন্দোলন এর বিশেষ প্রস্তুতি গ্রহণ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মে ২, ২০১৯ একুশ ডেস্ক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ বুলেটিনে নিশ্চিত করে যে আসন্ন ঘূর্ণিঝড় ফণী ১৬০-১৮০ কিলোমিটার গতিতে বাংলাদেশের উপকুলের দিকে ধেয়ে আসছে। এরই প্রেক্ষিতে আজ ২ মে ’১৯ ইং ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কার্যালয়ে ঘূর্ণিঝড় ‘ফণী’ ব্যবস্থাপনা বিষয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে ক্ষয়ক্ষতি ও প্রাণহানী এড়াতে একটি দূর্যোগ ব্যবস্থাপণা কমিটি ঘোষণা করেন। ব্যবস্থাপনা কমিটিতে আহ্বায়ক হিসেবে ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম, সদস্য সচিব হিসেবে কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনী এবং উপকূলীয় অঞ্চলের ইশা ছাত্র আন্দোলন এর জেলা সভাপতিগণের নাম সদস্য হিসেবে ঘোষণা করেন। এসময় কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধায়নে উপকূলিয় অঞ্চলে জেলা, থানা ও ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও কমিটির করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়। এসময় ইশা ছাত্র আন্দোলন এর সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ বলেন, পবিত্র কুরআনের ভাষ্যমতে ‘জল ও স্থলের সকল বিপর্যয় মানুষের কর্মের ফল’। তিনি বলেন, ‘আমরা মনে করি এইধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্ভবত আমাদের অন্যায় অনাচার ও পাপাচারের শাস্তি। তাই তিনি দেশবাশীকে সকল অন্যায়, অবিচার ও পাপাচার থেকে তওবা করার আহ্বান জানা ‘। ঘূর্ণিঝড় ‘ফণী’ ব্যবস্থাপনা কমিটির গৃহীত কর্মসূচী: ১. ঘূর্ণিঝড় ‘ফণী’ সৃষ্ট দুর্যোগ থেকে রক্ষায় দেশ ব্যাপী সালাতুল হাজাত আদায় করা। ২. স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয়সাধন। ৩. স্থানীয় প্রশাসনের নির্দেশিত মুহুর্তে মাইকিং করা। ৪. স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সেচ্ছাসেবকের ভূমিকা পালন করা। ৫. আশ্রয়কেন্দ্রে প্রয়োজনীয় খাদ্য বিতরণ ও নিরাপত্তা নিশ্চিত কল্পে কাজ করা। ৬. সর্বদা দু’য়া ইউনুস, ইস্তেগফার ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা। /আরএ Comments SHARES সংগঠন বিষয়: