ইতালির ‘আনকোনা’ সিটিতে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এর গ্রাহক সমাবেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, মে ৪, ২০১৯ মোল্লা মনিরুজ্জামান মনির, ইতালি প্রতিনিধি: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর তত্ত্বাবধানে পরিচালিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ এর উদ্যোগে ইতালির বন্দর নগরী আনকোনাতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আনকোনা শহরের কেন্দ্রস্থলে রেস্তোরান্তে লা’ইন্ডিয়া’র হলরুমে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী। ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির কান্ট্রি ম্যানেজার হামিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আনকোনার সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির পরিচালিত আনোকনাস্থ এজেন্টদের সন্তোষজনক সেবার কথা উল্লেখ করেন। উপস্থিত গ্রাহকরা বলেন আমরা আপনাদের সেবায় খুবই সন্তষ্ট কিন্তু আমরা চাই আপনাদের প্রতিষ্ঠান প্রবাসি বাংলাদেশীদের স্বদেশে বিনিয়োগে সার্বিকভাবে সহযোগিতা করবে। প্রধান অতিথির বক্তৃতায় সৈয়দ ওয়াসেক মোঃ আলী বলেন আমরা সব সময় প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা সর্বোচ্চ বিনিময় মূল্য এবং নিরাপদে দ্রুততার সাথে দেশে প্রেরনের চেষ্টা করে থাকি। আমরা বর্তমানে প্রায় ১৫টি ব্যাংকের মাধ্যমে স্পট ক্যাশ সার্ভিস দিয়ে থাকি এছাড়া বাংলাদেশের যে কোন ব্যাংকের এ্যাকাউন্টে তিন কর্মদিবসের মধ্যে আপনার প্রেরিত অর্থ জমা করে থাকি। ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির কান্ট্রি ম্যানেজার হামিদ আলম তার সমাপনি বক্তৃতায় এজেন্ট গ্রাহকদের উদ্যোশ্যে বলেন, বর্তমানে আমরা প্রায় দুই শতাধিক এজেন্সির মাধ্যম্যে বাংলাদেশে রেটিন্সে প্রেরন করে থাকি।প্রতিষ্ঠার পর থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও গ্রাহক বান্ধব এই প্রতিষ্ঠানটি গ্রাহক সেবার মান অক্ষুন্ন রাখবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির অপারেশন ইনচার্জ ফরিদ আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন ইক্সিকিউটিভ অফিসার রাহাত জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীয় ইসলামিক ইউনিয়নের সভাপতি ডঃ মোহাম্মদ নুর দাশান, বাংলাদেশ এসাসিয়েশন রিজনে মার্কে আনকোনা ইতালী’র সভাপতি মোহাম্মদ দুলাল। গ্রাহক সমাবেশে ইতালীতে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের পক্ষে থেকে বক্তব্য রাখেন মিস তাসিনা। এছাড়াও স্থানীয় বাংলাদেশী কমিউিনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ ইতালির আনকোনাস্থ এজেন্টদের সম্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সকলে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করেন। /আরএ Comments SHARES প্রবাস বিষয়: