জামালপুরে বাবার পাশে চিরনিদ্রায় শায়িত আমজাদ হোসেন

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

বিনোদন ডেস্ক: জামালপুর শহরে প্রখ্যাত পরিচালক আমজাদ হোসেনকে তার ইচ্ছা অনুযায়ী বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১টার দিকে জামালপুর হাইস্কুল মাঠে জানাজা নামাজ শেষে পৌর গোরস্থানে বাবার পাশে তাকে দাফন করা হয়।

গত ১৪ ডিসেম্বর (শুক্রবার) ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে বাংলাদেশ সময় দুপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন পরিচালক, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। এক সপ্তাহ পর ২১ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় তার মরদেহ।

শনিবার সকাল ১১টায় জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমজাদ হোসেনের মরদেহ রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখান থেকে মরদেহ নেওয়া হয় এটিএন বাংলায়।

এরপর বাদ জোহর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) তার জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে মরদেহ চ্যানেল আইতে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দাফনের জন্য শনিবার রাত সাড়ে ১০টায় মরদেহ আনা হয় ইকবালপুরের বাড়িতে।

আমজাদ হোসেনকে জামালপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সবাই শেষ শ্রদ্ধা জানান

হাজারো মানুষ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী, লেখক এবং জামালপুরের গুণী ব্যক্তিত্ব আমজাদ হোসেনের কফিনে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় জানিয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে তাঁর মরদেহ জামালপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে।

জামালপুর জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জামালপুর পৌরসভা, জামালপুর প্রেসক্লাব, জামালপুর উচ্চবিদ্যায়, ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশন, উদীচী, ভাষা ও মুক্তিসংগ্রাম গবেষণা কেন্দ্র, এস এম থিয়েটার, অমৃত থিয়েটার, শিল্পকলা একাডেমি, জামালপুর মেরিলিবোন ক্রিকেট ক্লাব, প্রশান্তি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আমজাদ হোসেনের কফিনে ফুল দিয়ে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

এ সময় আমজাদ হোসেনের দুই ছেলে অভিনেতা ও পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল, চলচ্চিত্র পরিচালক সোহেল আরমান এবং আমজাদ হোসেনের সহপাঠীরা কফিনের পাশে ছিলেন।

/সিএইচ

Comments