বাঘারপাড়ার জহুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন নিয়ে তুলকালাম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া: নিয়োগ বাণিজ্যকে সামনে রেখে যশোরের বাঘারপাড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে তোড়পাড় শুরু হয়েছে। স্থানীয় এক পক্ষ অন্য পক্ষের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য সিনেমা স্টাইলে কাজ কারবার শুরু করেছে। অভিযোগ উঠেছে, এক ইউপি চেয়ারম্যান তার সন্ত্রাসী দল নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা ৫ প্রার্থীর বাড়িতে যেয়ে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে জোর পূর্বক মনোনয়ন পত্র প্রত্যাহার পত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছে। ভুক্তভোগিরা উপজেলা নির্বাহী অফিসার ও প্রিজাইডিং অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। জানা গেছে, জহুরপুর রামগোপাল বহুমুখী বিদ্যাপ্রতিষ্ঠানে আগামী ৭ জুলাই ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত হইবে। বাঘারপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার। তিনি জানিয়েছেন, মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের তারিখ ছিল ১৮ জুন থেকে ২০ জুন। বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের তারিখ ছিল ২৩ জুন। মনোনয়নপত্র প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ছিল ২৫ জুন। অভিযোগকারীরা জানিয়েছেন, আমরা মনোনয়নপত্র সংগ্রহের পর নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করি। এরপর গত ২২ জুন গভীর রাতে জহুরপুর ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের পরস্পরের বাড়িতে হাজির হয়। অস্ত্রের মুখে আমাদেরকে জিম্মি করে বাড়ি ঘরে আগুন দেওয়া ও জীবন নাশের হুমকি দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন। পরদিন সকালে জানতে পারি ঐ কাগজ মনোনয়নপত্র প্রত্যাহারের কাজে লাগিয়েছেন। এ বিষয়ে আমরা ৫ জন স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র ২৬ জুন বুধবার উপজেলা নির্বাহী অফিসারের নিকট জমা দিয়েছি। অভিযোগকারী ও মনোনয়নপত্র সংগ্রহকারীরা হচ্ছেন, জহুরপুরের রেহেনা পারভিন ও রিপন, মাঝিয়ালির জাকের পার্টির নেতা লিটন মোল্যা, বালিয়াগড়ের কাজী তুষার ও শেখ শহিদুজ্জামান। স্থানীয় সুত্রে জানা গেছে, উক্ত বিদ্যালয়ে অফিস সহকারীর একটি পদে লোক নিয়োগ করা হবে। এই নিয়োগকে কেন্দ্র করে একটি পক্ষ তিন ব্যক্তির কাছ থেকে ২২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা হালাল করার উদ্দেশ্যে মূলত ঐ পক্ষ মাঠে নেমেছে ম্যানেজিং কমিটি তাদের অনুকূলে আনার জন্য। এ বিষয়ে জহুরপুর ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারি জানিয়েছেন, এসব বিষয় আমি কিছুই জানিনা। তবে স্থানীয়রা নির্বাচনের বিপক্ষে। জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, মনোনয়নপত্র প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ছিল ২৫ জুন। আমার দাপ্তরিক কাজ থাকায় এ দিন আমি সময় দিতে পারি নাই। যে কারণে মনোনয়নপত্র প্রত্যাহার ও বৈধ প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ হয়েছে ২৭ জুন। এখনও পর্যন্ত কেউ মনোনয়নপত্র প্রত্যাহারের অবেদন জমা দেননি। আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানিয়েছেন, একটা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সত্যতা পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এমএম/ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: