ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯ ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘বাংলা ভাষায় আরবী সাহিত্যের ইতিহাস চর্চা: একটি পর্যালোচনা’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে সোমবার বেলা ১১টায় আ.ব.ম মুখলেসুর রহমান সেমিনার লাইব্রেরীতে এটি অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. এ. কে. এম মফিজুল ইসলামের তত্ত¡াবধানে সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন রিয়াজুল ইসলাম। জানা যায়, আরবী বিভাগের সভাপতি প্রফেসর ড. মোস্তাক আলীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মো: সরওয়ার মুর্শেদ। এসময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সালাম, প্রফেসর ড. নূর মোহাম্মাদ, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. লোকমান হোসেন। বিভাগের পিএইচডি সেমিনার আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহা. তোজাম্মেল হোসেনের তত্ত¡াবধায়নে সেমিনারটি অনুষ্ঠিত হয়। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: