ইবির পরিবহন পুলে নতুন ৪টি গাড়ি সংযোজন

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৯

মুরতুজা হাসান নাহিদ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে আরো নতুন ৪টি গাড়ি সংযোজন করা হয়েছে।

আজ (সোমবার) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে উপাচার্য প্রফেসর ড.রাশিদ আসকারী বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতকে আরো বেগবান করতে ১টি অ্যাম্বুলেন্স,২টি এসি মিনি কোষ্টার, ১টি মাইক্রো গাড়ি উদ্ধোধন করেছেন।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড.মোঃ শাহীনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড.মোঃ সেলিম তোহা, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড.মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড.রেজওয়ানুল ইসলাম, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আনিসুর রহমান প্রমুখ।

এব্যাপারে উপাচার্য প্রফেসর ড.রাশিদ আসকারী বলেন, “আজকে ৪টি নতুন গাড়ি সংযোজিত হলো অল্প কিছুদিনের মধ্যে শিক্ষার্থীদের জন্য আরো দুটি বাস যুক্ত হবে। আমাদের পরিবহন পুল ক্রমাগত আত্ননির্ভরশীল হচ্ছে। আমাদের বাজেট ঘাটতি কমছে। তিনি আরো বলেন, এই তীব্রগরমে আমাদের সহকর্মী শিক্ষক কর্মকর্তাদের এসি বাস দিতে পেরে আনন্দিত। এসময় তিনি উপস্থিত সকলের কাছে সহযোগিতা কামনা করেন”।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড.মোঃরেজওয়ানুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতকে আরো বেগবান করতেই নতুন বাস,অ্যাম্বুলেন্স যোগ করা হয়েছে। সামনে শিক্ষার্থীদের জন্য ২ টি হিনো বাস নিয়ে আসা হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ঈদের পরেই হয়তো বাসগুলো বিশ্ববিদ্যালয়ের পরিবহনে যুক্ত হবে। শিক্ষার্থীদের বাসগুলো আধুনিক এবং উন্নতমানের হবে”।

Comments