২৩ মার্চ ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯ ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নবনির্বাচিতদের অভিষেক হবে আগামী ২৩ মার্চ। সোমবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রোভোস্ট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দীর্ঘ ২৮ বছর ১০ মাস বন্ধ থাকার পর গত ১১ মার্চ ডাকসু ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন হলগুলোর ভোটকেন্দ্রে নানা ধরনের অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করে ছাত্রলীগ ছাড়া বাকি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনে ডাকসুর ২৫টি পদের মধ্যে ২৩টিতে জয়ী হয় ছাত্রলীগ। ভিপিসহ দুটি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা জয়ী হয়। এছাড়াও ১৮টি হল সংসদের ১২টিতে জয়ী হয় সংগঠনটির প্যানেলে দাঁড়ানো নেতারা। এদিকে ডাকসুর ভিপি নুরল হক নুর, ফের পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পর রোববার নুরুল হক নুরের প্যানেল বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এসময় গণভবনে ছাত্রলীগের অনেক নেতা উপস্থিত থাকায় নিজের ‘কনসেনট্রেশন’ ঠিক ছিলো না তাই অনেক কথা বলতে পারেনননি বলেও মন্তব্য করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: