ডাকসু; ভোটকেন্দ্র সরানোর দাবিতে ছাত্র ফেডারেশনের গণস্বাক্ষর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯ ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র আবাসিক হলের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে করার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাবি শাখা। এ উপলক্ষে তারা সংগ্রহ করছে গণস্বাক্ষর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাফিজ চত্বরে তারা এ কার্যক্রম চালাচ্ছেন। সংগঠনটির ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির একুশ নিউজকে বলেন, ‘ছাত্রলীগ বাদে অন্য ছাত্রসংগঠনগুলোর অধিকাংশ নেতা-কর্মী আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারছেন না। নিজেদের মত প্রকাশের পরিবেশ সেখানে নেই৷ সাধারণ ছাত্রদের অবস্থা আরও দুর্বিষহ। সেখানে ছাত্রদের ওপর নির্যাতন চলে, মিছিলে যেতে বাধ্য করা হয়। এই পরিবেশে নির্বাচন হলে নির্বাচনের উদ্দেশ্য ব্যাহত হবে এবং দখলদারিত্ব প্রাতিষ্ঠানিক বৈধতা পাবে। তাই নির্বাচনের ভোটকেন্দ্র হলগুলোতে না করে নিকটস্থ একাডেমিক ভবনগুলোতে করতে হবে। ভোটকেন্দ্র হল থেকে না সরানো পর্যন্ত আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। আমাদের আনুমানিক তিন হাজার স্বাক্ষর সংগ্রহ হয়েছে। আমরা পাঁচ হাজার স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যে স্থির করেছি। এরপর আমরা উপাচার্যের কাছে স্মারকলিপি দিব। উল্লেখ্য, ডাকসুর গঠনতন্ত্রের ৮ (ই) ধারায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলে একটি করে ভোটকেন্দ্র থাকবে এবং সংশ্লিষ্ট হলের সদস্যরা শুধু ওই হলের ভোটকেন্দ্রেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন উপলক্ষে ১৪টি ছাত্রসংগঠন প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়েছিল। এর মধ্যে ১১টি সংগঠনের দাবি, হলগুলোতে ছাত্রলীগের আধিপত্য থাকায় নির্বাচন-প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে ভোটকেন্দ্র কাছের একাডেমিক ভবনে স্থানান্তর করা প্রয়োজন। কিন্তু সিন্ডিকেট এ দাবি মেনে গঠনতন্ত্র সংশোধন না করেই সভা শেষ করে। ফলে বামপন্থী দলগুলে আশা ছেড়ে না দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে তারা এ গণস্বাক্ষর সংগ্রহ করছেন বলে জানান ছাত্র ফেডারেশন ঢাবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক । /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: