গণরুম সমস্যা সমাধানে কাজ করবো: রিফাত উদ্দিন

প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯

একুশ নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের গণরুম সমস্যা সমাধানে কাজ করবেন আসন্ন হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী রিফাত উদ্দিন। একুশ নিউজকে এমনটাই জানিয়েছেন রিফাত ‍উদ্দিন।

বুধবার রাতে রিফাত উদ্দিনের সাথে কথা বলেন, একুশ নিউজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রেজাউল আলম। কথা হয়, ডাকসু নির্বাচনে অংশহগ্রহণ, প্রত্যাশা-প্রতিশ্রুতি ব্যক্তি জীবন থেকে শুরু করে বিভিন্ন বিষয়।

একুশ নিউজ: কেমন আছেন?

রিফাত উদ্দিন: আলহামদুল্লিাহ ভালো।

একুশ নিউজ: আপনি কখন ছাত্র রাজনীতিতে এসেছেন?

রিফাত উদ্দিন: আসলে আমি যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি হই তখন থেকেই আমি ছাত্র রাজনীতির দিকে ঝুঁকে পড়ি।

একুশ নিউজ: ছাত্রলীগ একটি ছাত্র সংগঠন, সেখান থেকেও শিক্ষার্থীদের জন্য ভালো কাজ করা যায়। কিন্তু আপনি ডাকসুতে কেন আসতে চাচ্ছেন?

রিফাত উদ্দিন: ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি জাতির জনক শেখ মুজিবুর রহমান ছাত্রদের অধিকার আদায়ে লক্ষ্যে এবং একটি নিদির্ষ্ট আদর্শে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছেন। ছাত্রলীগ বিভিন্ন সময় ন্যায্য দাবির পক্ষে আন্দোলন করেছে। বাংলাদেশের সংকটকালীন এই ছাত্র সংগঠনটি প্রশংসনীয় ভূমিকা রেখেছে। ছাত্রলীগ থেকেও ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা যায়। কিন্তু আমি মনে করি, ২৮ বছর পর ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। এখন পর্যন্ত আমি ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করি। আর ডাকসুতে কেন আসলাম ? ছাত্রলীগের নেতা হওয়া মানে আমি শুধু যারা ছাত্রলীগ করে তাদের নেতা। আর ডাকসুর মাধ্যমে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি সকল ছাত্রদের নেতা হবো। শুধু একটা দলের নেতা হয়ে প্রশাসনের সহযোগিতা পাওয়া যায় না। তাই আমার কাছে মনে হয়েছে, ডাকসুর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত হয়ে ভালোভাবে কাজ করা যাবে। আর সেজন্যই আমার নির্বাচনে আসা।

একুশ নিউজ: আপনি ছাত্রলীগ থেকে কোন পদে প্রার্থী হচ্ছেন ?

রিফাত উদ্দিন: বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ সমর্থিত প্যানেল থেকে আমি শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছি।

একুশ নিউজ: শিক্ষার্থীরা আপনাকে কেন ভোট দিবেন?

রিফাত উদ্দিন: আমার কাছে মনে হয় যারা ভোটার তারা এর উত্তর দিতে পারবে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন থেকেই মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করেছি। হলের ক্যানটিনের খাবার নিয়ে কথা বলেছি। হলের যারা মাদকের সাথে সংযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। সবুজ পরিবেশ আন্দোলনের নেতৃত্ব আমি ছিলাম। শিক্ষার্থীদের সাথে আমি ভালো ব্যবহার করেছি। তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে বলে আমার বিশ্বাস।

একুশ নিউজ: দীর্ঘ দিন ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কয়েকটি প্রথা চালু হয়েছে। যেমন গেস্টরুম নির্যাতন এবং গণরুম । যা সাধারণ শিক্ষার্থীদের জন্য খুবই কষ্টদায়ক। আপনি যদি নির্বাচিত হন। তাহলে কি এ দুটি সমস্যা সমাধানে কতটুকু কাজ করবেন?

রিফাত উদ্দিন: গেস্টরুম আর গণরুমের যে দুটি বিষয় থাকে তা আমি নিজেই সম্মুখীন হয়েছি। যা আমার কাছেও কষ্টকর মনে হয়েছে। তবে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন এলাকা থেকে আসে। তারা গণরুম এবং গেস্টরুম থেকে অনেক কিছু শিখতে পারে। তবে, কিছু অতি উতসাহী আছে যারা ব্যক্তিগত আক্রোশে শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিকভাবে টর্চার করে। আমি নির্বাচিত হলে হল প্রশাসন এবং শিক্ষার্থীদের সমন্বয়ে গণরুম এবং গেস্টরুমের বিরুদ্ধে লড়বো। যেখানে গণরুম ৩৫-৪০ থাকে সেখানে একরুমে ১৫ জন করে রাখার ব্যবস্থা করব।

একুশ নিউজ: আপনাকে ধন্যবাদ।

রিফাত: আপানাকেও অনেক ধন্যবাদ।

আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ সমর্থিত প্যানেল থেকে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদ প্রার্থী। তিনি ১৯৯৪ সালে ১৯ নভেম্বর মাদারিপুর জেলার খৈয়র ভাঙ্গা গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

গ্রামের পরিবেশে বেড়ে ঊঠা রিফাত ২০১০ সালে নটরডেম কলেজে ভর্তি হন। সেখান থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ।

/এসএস

Comments