ডাকসু নির্বাচন; মনোনয়ন ফরম বিতরণ শুরু

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন-২০১৯ এর মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় হল প্রাধ্যক্ষের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।

জানা যায়, প্রত্যেক ভোটার যেকোনো পদের জন্য মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। ইতোমধ্যে প্রত্যেক হলে মনোনয়ন ফরম পৌঁছে গেছে।

এ বিষয়ে নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান বলেন, ২৫ ফেব্রুরায়ি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রাধ্যক্ষের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম বিতরণ হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়া ও মনোনয়ন বাছাইয়ের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ের পর ৩ মার্চ হলের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে ১১ মার্চ (সোমবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

/আরএ

Comments