ডাকসু নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মনোনয়ন সংগ্রহ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৯ রেজাউল আলম, ঢাবি প্রতিনিধি: আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত দুই প্রার্থী। মনোনয়নপত্র সংগ্রহের প্রথমদিনেই ইশা ছাত্র আন্দোলনের ঢাবি শাখার নেতৃবৃন্দ মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। দুপুর ১২টার দিকে তারা প্রথমে সূর্যসেন হলে এবং পরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল অফিস থেকে এ মনোনয়ন সংগ্রহ করেন। ইফোর্ট ডাকসুর সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ঢাবির সূর্যসেন হলের আবাসিক ছাত্র এস এম আতায়ে রাব্বী। তিনি বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঢাবির মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র মাহমুদুল হাসান। তিনি যোগাযোগ বৈকল্য বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত। উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারী থেকে ২৫ ফেব্রুয়ারী প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সংশ্লিষ্ট হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে । মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে কোন অর্থ নেওয়া হয় না। /আরএ Comments SHARES সংগঠন বিষয়: