ইশা ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষর্থী পরিষদ’র ইশতেহার ঘোষণা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯ ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত সচেতন শিক্ষর্থী পরিষদ মনোনীত আতায়ে রাব্বী-মাহমুদুল হাসান-শরীয়াত উল্লাহ প্যানেলের ইশতেহার ঘোষণা হয়েছে। প্যানেলের পক্ষে ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শেখ ফজলুল করীম মারুফ ৮ মার্চ ’১৯ ইং ডাকসু নির্বাচনের ইশতেহার ঘোষণা করেন। প্রকাশিত ইশতেহারে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গঠনমূলক এবং দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকারের পাশাপাশি প্রথম বর্ষ থেকে বৈধ সিটের ব্যবস্থা, অ্যাপের মাধ্যমে বাস সার্ভিস চালু, লাইব্রেরির আধুনিকায়ন ও সম্প্রসারণ, প্রত্যেক শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যবীমা চালু, টিএসসি ও আবাসিক হলগুলোতে ফার্মেসী স্থাপন, স্ব-স্ব আদর্শ চর্চার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, ক্যাম্পাসে মাদক ও দুষণমুক্ত পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো উল্লেখ করাসহ পূর্ণ ইশতেহার প্রকাশ করা হয়। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: