ডাকসু নির্বাচনে অনিয়ম অভিযোগে জাবিতে বিক্ষোভ মিছিল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯ জাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) হলে-হলে ভোট ডাকাতি, অনিয়ম, প্রার্থীর উপর হামলা, প্রশাসনের লেজুড়বৃত্তির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট, সাংস্কৃতিক জোট ও কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে কলা ও মানবিকী অনুষদ ভবন, নতুন রেজিস্ট্রার ভবন ও ছাত্রীদের হল প্রদক্ষিণ করে অমর একুশে ভাস্কর্যের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মাহাথির মুহাম্মদ (মার্ক্সবাদ) বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে দেশের ইতিহাসে সেটা কলঙ্কিত হয়ে থাকবে। ভোট চুরির প্রক্রিয়ায় হলের প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অংশগ্রহণ করেছে। দেশের শিক্ষক সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তারা কালিমা লেপন করেছে। অামরা এরকম ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘আগের রাতেই ব্যালট সিল মারা, বিভিন্ন প্রার্থীদের উপর হামলা, হলের প্রভোস্ট ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ ভোট কারচুপি করেছে। তাদের অ-গণতান্ত্রিক সিদ্ধান্ত প্রমাণ করে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বায়ত্ত্বশাসন বিক্রি করে দিয়েছে। ডাকসু নির্বাচনের ইতিহাসে এবারের মতো কোন নজির নেই। ইতোমধ্যে একটি সংগঠন ব্যতীত সবাই ডাকাতির ভোট বর্জন করেছে।’ বিক্ষোভ মিছিলে বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: