ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিদ্রোহী প্যানেল ঘোষণা

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৯

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত প্যানেলে পদবঞ্চিত ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের একাংশের সমন্বয়ে বিদ্রোহী প্যানেল ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (২৫ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক সাধারণ শিক্ষার্থীদের পরিষদ নামক ব্যানারে এ প্যানেল ঘোষণা করা হয়। এতে ভিপি পদে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহান খান এবং জিএস পদে আমিনুল ইসলাম বুলবুলকে রাখা হয়।

এ প্যানেলে সহসাধারণ সম্পাদক হলেন মো: রনি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো: আল মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম সাব্বির, আন্তর্জাতিক সম্পাদক আমজাদ হোসেন, সাহিত্য সম্পাদক মো: মাসুদ রানা এবং ক্রীড়া সম্পাদক গাজী নাভিদ হোসেন।

এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বীকে ভিপি ও জিএস পদে মনোনয়ন দিয়ে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করা হয়।

/আইকে

Comments