ডাকসুতে আদিবাসী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রাখার দাবি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯ ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আদিবাসী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা৷ আজ রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলন থেকে তারা এ দাবি জানান ৷ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পড়ে শোনান নি শৈমং মার্মা। লিখিত বক্তব্যে কয়েকটি দাবি পেশ করা হয় ৷ দাবিগুলো হলো : ১) আদিবাসী শিক্ষার্থীদের মধ্য থেকে যেন ডাকসূতে ন্যূনতম প্রতিনিধিত্ব নিশ্চিত হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। ৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের জন্য ৫ % শিক্ষা কোটা বাস্তবায়ন হবে। ৩) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক আবাসিক সিট সংরক্ষিত থাকবে, আদিবাসী নারী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সংখ্যক আবাসিক সিট সংরক্ষিত থাকবে। ৪) আদিবাসী শিক্ষার্থীদের বিপুল অংশের হল সৎযুক্তি থাকে জগন্নাথ হলে। তাই জগন্নাথ হলে নির্মিতব্য রবীন্দ্রভবনে আদিবাসী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পরিমাণ সিট সংরক্ষিত থাকবে। ৫) বৈচিত্র্যময় আদিবাসী সংস্কৃতির সাথে মূলধারার সংস্কৃতির যেলবন্ধনেয় লক্ষ্যে সক্রিয় আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম চর্চা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্দিষ্ট কক্ষ থাকবে। ৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত সহযােগীতা প্রদান করা হবে। ৭) ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে আদিবাসী ভাষা ও সংস্কৃতি সংগ্রহশালা নির্মান করা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেদ্রীয় লাইব্রেরী তে আদিবাসী বিষয়ক নানান জার্নাল ও পুস্তক সংরক্ষিত থাকবে। ৮) পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধানতম সামাজিক উৎসব (বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু-বিষু) উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐচ্ছিক ছুটি র ব্যবস্থা থকেবে৷ এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সমতল অঞ্চলের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসবগুলো পালন করার জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা থাকবে। ৯) অসচ্ছল আদিবাসী শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ফান্ড থাকবে এবং বৃত্তির ব্যবস্থা থাকবে। /সিএইচ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: