ঢাবি অফিসার্স এসোসিয়েশন নির্বাচন; সভাপতি আমিরুল, সম্পাদক কামরুল

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন (২০১৯-২০ সেশন) অনুষ্ঠিত হয়েছে। 

মো. আমিরুল ইসলাম সভাপতি এবং মো. কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন নির্বাচনের ফল প্রকাশ করেন।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিনেট ভবনের সেমিনার কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এসোসিয়েশনের নব-নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি: খোরশেদ আলম ও মো. আকতার হোসেন, কোষাধ্যক্ষ: মোহাম্মদ মোন্তাজ আলী, যুগ্ম-সম্পাদক: মো. মনিরুল ইসলাম, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক: অসীম কুমার দাশ, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: এ কে এম বশীর, দপ্তর সম্পাদক: মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মহিলা সম্পাদক: ঝর্ণা রানী দাস। 

নব-নির্বাচিত সদস্যবৃন্দ হলেন- মো. ওমর ফারুক, মো. দেলোয়ার হোসেন, মো. এমদাদুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ রুহুল আমিন, পরিতোষ চাকমা, মো. মাসুদ মোল্লা, শেখ আনোয়ারুল ইসলাম, মো. আলী আশ্রাফ এবং শামীম আরা।

উল্লেখ্য, ১৫ মার্চ ২০১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন যাত্রা শুরু করে। এসোসিয়েশনের ২০১৭-১৮ সালের কার্যকরী পরিষদের সভাপতি ছিলেন জনাব সৈয়দ আলী আকবর ও সাধারণ সম্পাদক ছিলেন জনাব একেএম আবু মুছা চৌধুরী।

/এসএস

Comments