ডাকসু নির্বাচন উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) উপাচার্য কার্যালয় সংলগ্ন আব্দুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, রিটার্নিং অফিসারগণ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
ডাকসু ও হল সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান ডাকসু ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ অগ্রগতি, প্রস্তুতি ও করণীয় সম্পর্কে সকলকে অবহিত করেন। এছাড়া, সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Comments