রাত ১০ টার পর মিছিল-মিটিংয়ে নিষেধাজ্ঞা ঢাবি ছাত্রলীগের

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত ১০ টার পর মিছিল-মিটিং না করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির সকলকে এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সার্বিক প্রেক্ষাপটে মিছিল মিটিং আমাদের প্রত্যাশার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামকে ক্ষুন্ন করবেই বলে আমরা মনে করি এমত অবস্থায় সাংগঠনিক কর্মসূচি ও দলীয় সিদ্ধান্ত ব্যতিরেকে রাত ১০টার পরে মিছিল মিটিং না করার জন্য নির্দেশ দেওয়া হল। নবীন শিক্ষার্থীদের সংবেদনশীল মনের প্রতি খেয়াল রেখে তাদের যেকোনো সমস্যা সঙ্কটে পাশে থাকার আহ্বানও জানানো হল।

আরও বলা হয় , ৪০ হাজার শিক্ষার্থীর স্বপ্নের প্রিয় মোহনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পবিত্র বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরিবেশ উন্নত রাখা, শিক্ষার্থীদের সত্য সুন্দর ন্যায়বোধের তারুণ উদ্যাপনের পরিসর বিনির্মাণকেই প্রধানতম অগ্রাধিকার মনে করে। গৎবাধা কর্মসূচির চেয়ে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়েই আদর্শিক সংগ্রামকে বেগবান করতে হবে। সাত হাজারের অধিক নবীনের আগমনীতে ক্যাম্পাসের প্রাণ প্রবাহে যে সুর সুর বেজে উঠেছে তার প্রেক্ষিতেই আমাদের বলা ‘আসছে নবীন জীবন-হারা, অসুন্দরের করতে ছেদন।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাত ১-২ টা পর্যন্ত গেস্টরুম করানো হয়। এই গেস্টরুম থেকে গভীর রাত পর্যন্ত ক্যাম্পাস ঘুরে বেড়ানো ও মিছিলের নির্দেশ দেওয়া হয়। এগুলোকে ছাত্রলীগ তাদের অলিখিত সাংগঠনিক কার্যক্রম বলে উল্লেখ করে।

/আইকে

Comments