নানা অনিয়মে জর্জরিত ঢাকা আলিয়ার মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগের কমিটি

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: নানা অনিয়ম এবং র্দুনীতির অভিযোগ থাকলেও গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আধিপত্য বিস্তার করে যাচ্ছে সরকারি মাদরাসা-ই আলিয়া শাখা ছাত্রলীগ। ফলে আলিয়া মাদরাসা শাখা ছাত্রলীগের র্কমীসহ সাধারণ ছাত্রদের মধ্যে বিরাজ করছে ক্ষোভ আর আতঙ্ক।

নানা সময়ে অবধৈভাবে হলের সীট বানিজ্য এবং ক্যাম্পাসে চাঁদাবাজির অভযিোগসহ নানা ধরণের কারচুপি থাকা সত্ত্বেও নতুন নেতৃত্বে থাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের কোনো কার্যকরী পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ উঠে সাধারণ শিক্ষার্থীদের।

র্বতমান কমিটির বয়স তিন বছর হয়ে গেলেও র্পূণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেননি মহানগর দক্ষিণ ছাত্রলীগ। ২০১৬ সালের র্মাচ মাসে শাহাদাত হোসেন নিলয়কে সভাপতি এবং সুলায়মান আহমদকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের কমিটির অনুমোদন দেয় তৎকালিন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খান এবং সাধারন সম্পাদক সাব্বির  আহমেদ।

নাম প্রকাশে অনচ্ছিুক এক ছাত্রলীগ র্কমী বলনে, কমিটি আট সদস্যের হলেও সভাপতি ও সাধারণ সম্পাদকের দখলে পুরো হল এবং ক্যাম্পাস। অন্যান্যদের তেমন কোনো অবস্থান নেই বললইে চলে। এরকম অনিয়ম আর ছাত্রদের উপর মানবিক আর পাশবিকতার কথা  মহানগর ছাত্রলীগকে  জানানো হলেও  তারা এ ব্যাপারে কোনো পদক্ষপে গ্রহণ করননি। আমরা এ ব্যাপারে কেন্দ্রেীয় ছাত্রলীগরে হস্তক্ষেপ কামনা করি।

রহমান নামে হল ত্যাগকারী এক ছাত্র জানায়, আমাদরেকে দিয়ে সভাপতি ও সেক্রেটারী  মাদ্রাসা ছাত্রলীগেরে প্রোগাম ছাড়াও ভাড়াটে প্রোগাম করাতো। র্সবশেষ বিরক্ত হয়ে হল ছাড়তে বাধ্য হই। তারা ভাড়াটে প্রোগাম করিয়ে নিজেরা র্অথ আয় করলেও সাধারণ ছাত্র আর কর্মীদের সব কছিু থেকে বঞ্চিত করা হয়। ছাত্রদের সহায়তার নামে টাকা আত্বসাৎ করাই যেন তাদের মাদরাসা রাজনীতি।

এছাড়াও আলিয়া মাদরাসা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসনে নিলয়ের বিরুদ্ধে গুলস্তিান টু কিল্লার মোড় এবং চকবাজার রুটে লেগুনা থেকে চাঁদা আদায়ের  অভিযোগ পাওয়া যায়। ছাত্রলীগের সানী নামে এক কর্মী রকিছু দিন আগে মাদক মামলায় ডিবি কর্তৃক গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, একটা দীনি প্রতিষ্ঠানে হরহামেশা এরকম অনিয়মকে কঠোর হস্তে দমন করা সবার একান্ত দাবী। হল এবং ক্যাম্পাস হোক ছাত্রদের নিরাপদ আশ্রয়স্থল এই কামনা সকল ছাত্রদের মাঝে কাজ করছে।

তিনি বলেন, একটা দীনি প্রতিষ্ঠান হবে সম্পূর্ণ শৃঙ্খলা আর নৈতিক আদর্শের মানদন্ডে। কিন্তু আজ আদর্শ আর নৈতিকতা বাদ দিয়ে মাদকদ্রব্যর ন্যায় অনৈতিকতার চর্চ্চা হচ্ছে ছাত্র রাজনীতির তোপের মুখে আলিয়া হল এবং ক্যাম্পাসে। ছাত্রদের নৈতিকতা আর আদর্শ ধরে রাখার জন্য এখনি হল প্রশাসনের সঠিক পদক্ষেপ গ্রহণ উচিত্।

/এসএম

Comments