লক্ষ্মীপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিদায় অনুষ্ঠান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৯ মুহাম্মদ নোমান ছিদ্দীকী,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার সর্বেচ্ছ শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স চতুর্থ বর্ষ (সেশন ২০১৪-১৫) এর বিদায় ও দোয়া অনুষ্ঠান রবিবার কলেজের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। উক্ত বিদায় ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দীন পাঠান,উপাদক্ষ প্রফেসর মোহাম্মদ শহিদ উদ্দীন। ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আবসার চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ইউসুফ, মোঃ হারুনুর রশীদ নিজামী,সহকারী অধ্যাপক আব্দুল লতিফ, প্রভাষক এ.এইচ.এম রেজওয়ান উদ্দিন, শরিফ হোসাইন, মওদুদ এলাহী প্রমূখ। ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ও বিদায় অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির কো-অডিনেটর মুহাম্মদ নোমান ছিদ্দীকীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র অাব্দুল লতিফ পিয়াস, মাসুদ আলম ও আব্দুর রহিম। উক্ত বিদায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ আরিফ হোসাইন, ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ আনোয়ার হোসেন ও বিবি মরিয়ম মারিয়া। অনুষ্ঠানে বক্তারা বলেন তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে তোমাদের অাদর্শ, মেধা,ও কর্মের মাধ্যমে এই বাংলাদেশের উন্নয়ন সাধন করবে,তোমরাই আগামী দিনে এই কলেজ পরিচালনা করবে,তোমরাই এদেশে ইসলামের বানী প্রচার ও প্রসারে অবদান রাখবে। Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: