কুবিতে অনুপ্রাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাম্যের জয়গান

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০১৯

কুবি প্রতিনিধি:  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র আবৃত্তি সংগঠন ‘অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র, কুমিল্লা বিশ্ববিদ্যালয়’র ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার (২৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাম্যের জয়গান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।

অনুপ্রাসের সাধারণ সম্পাদক আব্দুল আলীম ও সাংগঠনিক সম্পাদক সানজিদা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো: শামিমুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সাংস্কৃতিক প্রতিনিধি মো: এনামূল হক, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবীবুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম. আনিছুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সংগঠনের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন, বর্তমান সভাপতি আলাউদ্দিন বিশ্বাস, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অনুপ্রাসের অবদান প্রশংসনীয়। সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করি।

আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তির মাধ্যমে মঞ্চ আলোকিত করেন অনুপ্রাসের সদস্যরা। একইসাথে নৃত্য ও গান পরিবেশনা নিয়ে আসে বিশ্ববিদ্যালয়ের গানের সংগঠন প্রতিবর্তন ও ব্যান্ডদল প্ল্যাটফর্ম।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবৃত্তি সংগঠন হিসেবে অনুপ্রাস আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। আবৃত্তি ও উপস্থাপনাকে মূল ভিত্তি করে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।

/আইকে

Comments