কুবিতে মহান ‘বিজয় দিবস’ উদযাপিত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮ খোরশেদ আলম, কুবি প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পালিত হয়েছে ৪৮ তম মহান বিজয় দিবস। দিবসটি উদযাপনে রোববার (১৬ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয় নানা কার্যক্রম। দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০.০০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বিজয় র্য্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হয়। বিজয় র্য্যালির পর সকাল ১০.১৫ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন শুরু হয়। প্রথমেই পুষ্পস্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারপর পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, হলসমূহ, শাখা ছাত্রলীগ, কর্মকর্তা-কর্মচারী পরিষদ ও ১৯ টি বিভাগ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করে। এসময় বিভাগসমূহ বিভিন্ন নকশার পুষ্পস্তবক নিয়ে হাজির হয়। যেগুলোতে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মানচিত্র,পতাকা ও সার্বভৌমত্ব। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক সংগঠন, বিএনসিসি, রোভার স্কাউট ও আঞ্চলিক সংগঠনগুলো ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বেলা ১১.০০ টায় শ্রদ্ধা জানানো হয় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে হলসমূহ, বিভাগসমূহ, শাখা ছাত্রলীগও সর্বস্তরের অঙ্গসংগঠন অংশ নেয়। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে প্রভোস্ট এবং হাউজ টিউটরদের উপস্থিতিতে উন্নত খাবার পরিবেশন করা হয়। বেলা ৩.০০ টায় বিজয় দিবসের উপর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আমিনুল ইসলাম আকন্দ’র সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিনিধি ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এনামুল হকের সঞ্চালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বঙ্গবন্ধু-স্বাধীনতা-বাংলাদেশ এগুলো সমার্থক শব্দ। যারা বঙ্গবন্ধুকে ধারণ করেনা তারা বাংলাদেশে বিশ্বাস করেনা। তাঁর একক নেতৃত্বে বাংলাদেশ জন্ম নিয়েছে। আর মাননীয় প্রধাণমন্ত্রীর একক নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক সক্ষমতা অর্জন করছে। তাই এই দিনে সবাইকে শপথ নিতে হবে যেন বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনাকে যারা ধারণ কররে তাদের হাতেই দেশ থাকে। এছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রভোস্ট বিশ্বজিৎ চন্দ্র দেব, কলা ও মানবিক অনুষদের ডিন জি এম মনিরুজ্জামান, অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. আমিনুল ইসলাম আকন্দ, কর্মকর্তা পরিষদের সভাপতি জিনাত আমান, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ, কর্মচারী সমিতির সভাপতি দীপক চন্দ্র মজুমদার প্রমুখ। আলোচনা সভা শেষে সন্ধ্যায় ‘হাসিনা: এ ডটারস টেইল’ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। সবশেষে ৪৮ টি আতশবাজি পুড়ানোর মাধ্যমে ৪৮ তম বিজয় দিবস পালন শেষ হয়। এর আগে দিবসটি উদযাপনে ১৫ ডিসেম্বর থেকে পুরো বিশ্ববিদ্যালয়কে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়। /এসএস Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: