চবিতে ‘জাতিসংঘ সম্মেলন’ ২৪ জানুয়ারি

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৯

আরিফ সবুজ, চবি প্রতিনিধি: প্রতীকী জাতিসংঘ সংস্থা Model United Nations পঞ্চমবারের মত আয়োজন করতে চলেছে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতীকী জাতিসংঘ সম্মেলন (CUMUN) ২০১৯।

আগামী ২৪ শে জানুয়ারী বিকাল ৩টায় ব্যবসায় প্রশাসন অনুষদ অডোটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন হবে এবং ২৭ জানুয়ারী পর্যন্ত অনুষ্ঠানের কার্যক্রম চলবে।

এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয়, ‘বৈশ্বিক চ্যালেঞ্জ সমূহ মোকাবেলার মাধ্যমে সুদৃঢ় ভবিষ্যৎ নির্মাণ’। চারদিন ব্যাপী এই সম্মেলনে বাংলাদেশ, মালয়েশিয়া , আফগানিস্তান, ভারত, নেপাল এবং ইন্দোনেশিয়ার ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিচ্ছেন ৩৫০ জন শিক্ষার্থী ও ২৯ জন বিচারক।

আয়োজনকে সাফল্যমন্ডিত করতে ৯২ জন সেক্রেটারিয়েট সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। বিগত বছরের ন্যায় এই বছর cumun19.net ওয়েবসাইটের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিনিধিদের বাছাই করা হয়েছে।

অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের প্রথমবারের মত ছায়া জাতিসংঘ সম্মেলনের সম্যক ধারণা প্রদান করতে বেশ কয়েকটি ওয়ার্কশপ গ্রহণ করা হয়েছে।

অংশগ্রহণকারী প্রতিনিধিদের দশটি ভিন্ন ভিন্ন পরিষদে বিভক্ত করে নির্ধারিত আলোচ্যসূচি বা কমিটি এজেন্ডার উপর সমাধানপত্র প্রণয়নের উদ্দেশ্যে বিন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় সংসদ, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, জাতিসংঘ সাধারণ পরিষদ ১, জাতিসংঘ মানবাধিকার কমিশন, জাতিসংঘ উন্নয়ন কার্যক্রম, বিশ্ব খাদ্য কর্মসূচী,বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষা ব্যবস্থা, জাতিসংঘ নারী অধিকার কমিশন, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কাঠামো এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা। পরিষদ্গুলো বাস্তবসম্মত ও ভবিষ্যৎমুখী সমাধানপত্র প্রণয়নের লক্ষ্যে কাজ করে যাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থাকছেন উপ উপাচার্য ড. শিরীন আখতার,বাণিজ্য অনুষদের ডিন ড.এফ.এম আওরঙ্গজেব,সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড.ফরিদ উদ্দিন আহমেদ,আইন অনুষদের ডিন ড. এবিএম নোমান।

এছাড়াও উদ্বোধনী ও সমাপনী দিনের দ্বিতীয় অধিবেশনে ওপেনিং ও ক্লোজিং প্ল্যানারি প্রেসিডেন্ট হিসেবে থাকছেন ট্রাস্টি বোর্ড মেম্বার আমজাদ হোসেন দিনার ও আহসান হাবিব।

আজ বেলা সাড়ে ১২ টার সময় চবিসাস এর কার্যালয়ে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এসকল তথ্য প্রদান করেন সিইউমুনার সভাপতি সৈয়দ ফজলুল মাহাদী।

এ সময় আরো উপস্থিত ছিলো সংগঠনটির হেড অব রিসার্চার রিদওয়ানুল ইসলাম চৌধুরী, যোগাযোগ বিষয়ক সম্পাদক জয় পাল।

উল্লেখ্য, অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও এশিয়ান টিভি, হসপিটালিটি পার্টনার হিসেবে থাকছে ওয়েল পার্ক, লজিস্টিক পার্টনার হিসেবে থাকছে রিজভি’স বায়োলজি, নলেজ পার্টনার টিচ ফর বাংলাদেশ, টেকনোলজি পার্টনার ডিডিএন এবং রেডিও পার্টনার হিসেবে রেডিও ফুর্তি ৮৮.০ এফএম।

/এসএস

Comments