ডাকাতির কবলে চবির ৪০ শিক্ষার্থী, গুরুতর আহত ১

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯

আরিফ হোসেন সবুজ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এর ৪০ শিক্ষার্থী দুর্গম পাহাড়ি এলাকা চালন্দা গিরিপথে গিয়ে ডাকাতির শিকার হয়েছে এবং ডাকাতদের আঘাতে গুরুতর আহত হয়েছে একজন।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এ সময় প্রায় ৪০ জন শিক্ষার্থী ডাকাতির শিকার হয়। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, যোগাযোগ ও সাংবাদিকতা এবং ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায় তাদের থেকে ২২ টা মোবাইল, ২০ হাজার টাকা এবং স্বর্ণের কানের দুল নিয়ে গেছে।

ডাকাত দলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছে বলে জানা যায়। আহত অবস্থায় তাকে চবি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে চমেকে পাঠানোর নির্দেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, চালন্দা গিরিপথ থেকে ফেরার পথে ৭-৮ জন ডাকাত আমাদের উপর আক্রমণ করে। তারা পাহাড়ের গর্তে লুকিয়ে ছিলো। গর্ত থেকে বের হয়েই তারা আমাদের ভয় দেখানোর জন্য দুই রাউন্ড গুলি ছুড়ে। তাদের কাছে দুইটি বন্দুক ও দেশীয় অস্ত্র ছিলো। আনোয়ার ভাই প্রতিবাদ করতে গেলে তাকে রামদা দিয়ে তিনটি কোপ মেরে গুরুতর জখম করে এবং আরো অনেককে লাঠিদিয়ে মারধর করে। আমাদের মোবাইল, টাকা পয়সা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়।

ভুক্তভোগীদের দেখতে এসে চবি প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, পুলিশের সাথে আমার কথা হয়েছে। তারা ভুক্তভোগীদের সাথে কথা বলে ঘটনার তদন্ত করবেন। এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু করতে পারবে না। এটা আইনী বিষয়। পুলিশ এই ডাকাতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

/আরএ

Comments