কুবির বাংলা বিভাগে পিঠা উৎসব নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯ কুবি প্রতিনিধি: বিচিত্র রকমের পিঠার সমাহারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে পিঠা পার্বণ-১৪২৫ আয়োজন করা হয়েছে। বুধবার(৬ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী এই আয়োজনের উদ্বোধন করেন। দিনব্যাপী আয়োজিত এই উৎসবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি. এম. মনিরুজ্জামান, বাংলা বিভাগের সভাপতি শামসুজ্জামান মিলকী, সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন এবং প্রভাষক সাদিয়া আফরোজ সিফাত ও নূর মোহাম্মদ রাজু। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও ফটোসেশনের মাধ্যমে আয়োজনের ইতি ঘটে। আয়োজনে নকশী পিঠা, ফুল পিঠা, দুধ পুলি, মেরা পিঠা, পুলি পিঠা, ভাপা পিঠা, নারিকেল পুলি পিঠা, তেলের পিঠা, দুধ চিতই পিঠা, শামুক পিঠা, ডালের পিঠাসহ অন্তত ৪০ রকমের পিঠার সমারোহ ছিলো। ব্যতিক্রমী এই আয়োজন প্রসঙ্গে বাংলা বিভাগের সভাপতি শামসুজ্জামান মিলকী বলেন, বাংলা বিভাগ সংস্কৃতিকে ধারণ ও লালন করে। পাঠ্যসূচির পড়াশোনার বাইরেও আমরা প্রায়ই এমন আয়োজন করে থাকি, যাতে উপভোগের পাশাপাশি শিক্ষার্থীরা মানসিক প্রশান্তি লাভ করতে পারে। /আইকে Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: