পটিয়া স্টুডেন্টস ফোরাম চবি’র নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, মে ৫, ২০১৯ নাজমুল হাসান, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ( চবি) পটিয়া স্টুডেন্টস ফোরামের আয়োজনে নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫মে) চবি লাইব্রেরী অডিটোরিয়ামে এ নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন বিজেএমইএ সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মাদ নাছির। তিনি বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ছিলাম। আমাদের থেকে তোমরা সৌভাগ্যবান, এখন তোমরা নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছো। তোমরা পটিয়ার মুখ উজ্জ্বল করবে সারা বাংলাদেশে। পটিয়া স্টুডেন্টস ফোরামের সভাপতি মোঃ শহীদুল্লাহ কায়সার নিশাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন বাবর চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড.শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের প্রফেসর ড. হেলাল উদ্দিন, আরবি বিভাগের প্রফেসর ড. সোলাইমান, ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল হাসান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি সহযোগী অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলাম, অর্থনীতি বিভাগের ড. এইচ.এম সেলিম উল্লাহ, ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক কাজী সিরাজুম মুনীরা, ফিন্যান্স বিভাগের প্রফেসর মোহাম্মাদ আক্তার হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলহাজ্ব রাশেদ মনোয়ার, অধ্যাপক হারুনুর রশিদ, জনাব নাছির উদ্দিন, আলহাজ্ব দিদারুল ইসলাম, মোহাম্মাদ সাইফুল ইসলামসহ প্রমুখ। এসময় ড.নাজনীন নাহার ইসলাম বলেন, এখন মানুষের মধ্য থেকে দিন দিন মূল্যবোধ হারিয়ে যাচ্ছে। যে কারণে ধর্ষণ-খুনের মতো ঘটনা ঘটছে। এখান থেকে উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। তোমরা সমাজের মানুষকে সচেতন করবে। নিজেরা মাদক থেকে দূরে থাকবে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলবে। অনুষ্ঠানে নবীনদের ফুল দিয়ে বরন করা হয় এবং পটিয়া থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যারা শিক্ষক হিসেবে অধ্যাপনা করছেন তাদেরকে সংবধর্না দেয়া হয়। এছাড়াও আমন্ত্রিত মেহমানবৃন্দসহ প্রবীণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। /আরএ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: