কুবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

কুবি প্রতিনিধি: গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি, এই শ্লোগানকে সামনে নিয়ে নানা আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় গ্রন্থাগার দিবস- ২০১৯পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ,বিকালে আলোচনা সভা এবং ই-রিসোর্স সেন্টারের উদ্বোধন করা হয়।

বিকাল ৩ টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ড. এ. কে. এম. রায়হান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. এমরান কবির চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক এ. কে. এম. রেজাউল করিম, শিক্ষক সমিতির সভাপতি ড. শামীমুল ইসলাম, লাইব্রেরি ব্যবস্থাপক মো: মজিবুর রহমান মজুমদার, ডেপুটি লাইব্রেরিয়ান মহিউদ্দিন মোহাম্মদ তারিক ভূঁইয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, অফিসার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন
বিভাগের শিক্ষার্থীরা।

এদিকে সকালে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীতে ই-রিসোর্স সেন্টারের উদ্বোধন করেন। আধুনিক সুবিধাসম্পন্ন এই ই-রিসোর্স সেন্টারে দেশ-বিদেশের প্রায় ৩৫০০ বই ও সাড়ে ৭০০ জার্নাল সংরক্ষণ করা আছে, যেগুলো শিক্ষার্থীরা অধ্যয়ন করতে পারবে। এগুলো ব্যবহারের জন্য দেওয়া হয়েছে নতুন ১০টি কম্পিউটার। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে লাইব্রেরি কর্তৃপক্ষ।

ই-রিসোর্স সেন্টার উদ্বোধনকালে উপাচার্য বলেন, এই রিসোর্স সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এখন যোগাযোগ করতে পারবে। এখন স্বল্প কম্পিউটার দিয়ে ই-রিসোর্স সেন্টারটি শুরু হয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারের সংখ্যার উপর ভিত্তি করে কম্পিউটারের পরিমাণ বাড়ানো হবে।

/আইকে

Comments