কুবিতে শ্রাবণ প্রকাশনীর ভ্রাম্যমাণ বইমেলা রোববার

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

খোরশেদ আলম,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে পুস্তক প্রকাশনা সংস্থা ‘শ্রাবণ প্রকাশনী’।

আগামিকাল রোববার (১৩ জানুয়ারি) দুপুর ১ টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হবে এ ভ্রাম্যমাণ বই মেলা।

‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’ স্লোগানে দুই দিনব্যাপী এই বইমেলার নাম ‘মুক্তিযুদ্ধের ভ্রাম্যমাণ বইমেলা’। শ্রাবণ প্রকাশনী ও বইনিউজের আয়োজনে কুমিল্লা জেলা শহরের বিভিন্ন স্কুল কলেজের পাশাপাশি কুবি ক্যাম্পাসে শ্রাবণ বইগাড়ি অবস্থান নেবে।

মেলায় মুক্তিযুদ্ধ সম্পর্কিত চার শতাধিক বই প্রদর্শন ও বিক্রি করা হবে। মুক্তিযুদ্ধের নির্বাচিত গ্রন্থসমূহ ২০ শতাংশ কমিশনে মেলায় পাওয়া যাবে।

বই মেলার এই আয়োজক ও শ্রাবণ প্রকাশনীর প্রকাশক জানান, মুক্তিযুদ্ধের ইতিহাসকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে চার মাসব্যাপী ভ্রাম্যমাণ এ বইমেলার আয়োজন করা হয়েছে।

গত ০৮ ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন জেলা শহর, উপশহর ও শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বইভর্তি গাড়ি নিয়ে ছুটে বেড়াচ্ছে শ্রাবণ প্রকাশনীর ভ্রাম্যমাণ বইমেলার গাড়ি।আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে ভ্রাম্যমাণ মুক্তিযুদ্ধের এই বইমেলা।

বইমেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই অনলাইন, একাত্তর টিভি, সমকাল, নিউএজ ও জাগরণীয়া। সহযোগিতায় রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও মুক্তিযুদ্ধ জাদুঘর। কুবি ক্যাম্পাসে সহযোগিতা করবে সাহিত্য সংগঠন ‘অনুস্বার’।

/এসএস

Comments