চবিতে চুয়েলসা’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৯

আরিফ হোসেন সবুজ, চবি প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চিটাগং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস এসোসিয়েশনের (চুয়েলসা) উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর মো. জাকির হোসেন।

উপাচার্য তাঁর বক্তব্যে চিটাগং ইউনিভার্সিটি এক্স-ল স্টুডেন্টস এসোসিয়েশনের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, অত্যন্ত মেধাবী শিক্ষার্থীরািএ বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পায়। এ জন্য তাদের দায়-দায়িত্ব অনেক বেশি।

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার নিরিখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে চুয়েলসা-এর সদস্যবৃন্দ বৃক্ষরোপনের মতো যে কর্মসূচি নিয়ে বিশ^বিদ্যালয়ে ক্যাম্পাসে এগিয়ে এসেছে তা অত্যন্ত প্রশংসনীয়। উপাচার্য এ মেধাবী তরুণদের দেশ-জাতির উন্নয়নের বিবেকপ্রসূত হয়ে এগিয়ে আসার আহবান জানান।

তিনি আরও বলেন, ইতোমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে কেন্দ্রীয় এলামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে । আইনের শিক্ষার্থীদেরকে এ এলামনাই-এর সাথে সংযুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকান্ডে নিজেদের সম্পৃক্ত করে দৃশ্যমান অবদান রাখার আহবান জানান। পরে উপাচার্য আইন অনুষদ প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

চবি আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুয়েলসা’র সভাপতি এডভোকেট মো. মামুন এবং সাধারণ সম্পাদক এডভোকেট মো. মুনতাসীর। অনুষ্ঠানে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদসহ চুয়েলসা’র বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

/আরএ

Comments