চবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৯

আরিফ হোসেন সবুজ, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ১৩-১৪ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ (৬ই ফেব্রুয়ারি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী এবং সভাপতিত্ব করেন ইতিহাস বিভাগের সভাপতি প্রফেসর বকুল চন্দ্র চাকমা।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন সেকান্দার চৌধুরী সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন ইতিহাস বিভাগ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে অগ্রগামী বিভাগ। কিছুদিনের মধ্যে কলা ও মানববিদ্যা অনুষদের ১৬ টি বিভাগ ও ইন্সটিটিউট এর সম্মিলিত নবীন বরণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের চবির সবুজ ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন আমাদের মেধাবী-তরুণ শিক্ষার্থীরা অপার সম্ভাবনাময়। বিশ্ববিদ্যালয় হচ্ছে নিরন্তন জ্ঞান আহরণের সর্বোচ্চ পাদপীঠ। এ উনমুক্ত পরিবেশে শিক্ষার্থীরা যে যত বেশি জ্ঞান আহরণে ব্রতী হবে, সে তত বেশি তার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করার সুযোগ লাভ করবে। শিক্ষার্থীদেরকে সময়ের প্রতি নিষ্ঠাবান হতে হবে। নিয়মিত পঠন-পাঠনের মাধ্যমে সৎ,দক্ষ ও যোগ্য নাগরিক হয়ে বিশ্বকে জয় করতে হবে।

দুই পর্বের এই অনুষ্টানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। সকাল ১০ টায় কলা অনুষদের দুই নম্বর গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করা হয়। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাওয়াত আফনান ও মারুফা তাসফির সঞ্চালনায় আলোচনা সভাই শুভেচ্ছা বক্তব্য দেন বিভাগীয় শিক্ষক নুরুল ইসলাম।

বক্তব্য দেন ইতিহাস বিভাগের সুপারনিউমেরারি প্রফেসর ইমরান হোসেন, বিদায়ী শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও তাসলিমা খানম,দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম মোস্তফা, প্রথম বর্ষের শিক্ষার্থী সৌরভ আহমেদ ও অনামিকা দাশ সৃষ্টি প্রথম বর্ষের উদ্দেশ্যে স্মারক পাঠ করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী তুহিন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্মারক পাঠ করেন মাস্টার্স এর শিক্ষার্থী সিদ্দিকুর রহমান এবং সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি বকুল চন্দ্র চাকমা প্রমুখ।

উল্লেখ্য, দ্বিতীয় পর্বে সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/আরএ

Comments