চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯

আরিফ হোসেন সবুজ, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিবাদমান দুই গ্রুপ সিক্সটি নাইন ও সিএফসির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেয়। এ সময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতের উত্তেজনার জের ধরে বুধবার দুপুরে ফের উভয় গ্রুপ ইট পাটকেল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। যা বিকেল ৪টা পর্যন্ত চলতে থাকে।

এ সময় সিএফসি গ্রুপের কর্মীরা শাহজালাল হলের মূল ফটক ভাঙচুর করে সিএক্সটি নাইনের কর্মীদের ওপর হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল ছুড়ে উভয় গ্রুপকে হলের ভিতর পাঠিয়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল ও সিএফসি গ্রুপের কর্মীরা শাহ আমানত হলে অবস্থান করছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল ছোড়ে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/সিএইচ

Comments