চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ: আটক ৫ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৯ আরিফ হোসেন সবুজ, চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পূর্ব ঘটনার জের ধরে মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিবাদমান গ্রুপ দুইটি হলো প্রয়াত নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দীন চৌধুরীর অনুসারী সিএফসি গ্রুপ ও সিটি মেয়র আ জ ম নাছিরের অনুসারী সিক্সটি নাইন গ্রুপ। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেল চারটার শাটল ট্রেনে সিএফসি গ্রুপের এক কর্মীকে মারধর করে সিক্সটিনাইন গ্রুপের কর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুর আড়াইটর দিকে সিক্সটি নাইনের মেহেদী হাসান নামে এক কর্মীকে মারধর করে। ঘটনায় দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহতরা হলেন ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষর্থী মেহেদী হাসান ও পালি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্লাটুন চাকমা। পরে দুপুর আড়াইটার দিকে উভয় গ্রুপ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরস্পর ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে লিপ্ত হয়। এ সময় আব্দুর বর হল থেকে দেশীয় অস্ত্র নিয়ে সিএফসির প্রায় ৬০ জন ছাত্রলীগ কর্মী সোহরাওয়ার্দী হলের দিকে আসতে গেলে পুলিশ তাদের লাঠিচার্জ করে সরিয়ে দেয়। এ সময় পুলিশ ৫ ছাত্রলীগ কর্মীকে আটক করে এবং ব্যাপক লাঠিচার্জ করে। আটককৃতরা হলেন, সিএফসি গ্রুপের কর্মী মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের শাকিল, পরিসংখ্যান বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের সাজন, আরবী বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শাকিল, প্রানি বিদ্যা বিভাগের ১৩-১৪ শিক্ষাবর্ষের আসির উদ্দীন। বর্তমানে সিক্সটি নাইনের কর্মীরা শাহজালাল হল ও সিএফসির কর্মীরা শাহ আমানত হলে অবস্থান করছে। এবিষয়ে সিক্সটি নাইন গ্রুপের কর্মী ও সাবেক সহ-সভাপতি মনসুর আলম বলেন পূর্ব পরিকল্পিত ভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য আমাদের এক কর্মীকে মারধর করা হয়েছে। আমরা তা প্রতিহত করার চেষ্টা করেছি। এ বিষয়ে সিএফসি গ্রুপের কর্মী ও সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সায়ন দাশ গুপ্ত অমিত বলেন জুনিয়রদের মাঝে ভুল বুঝাবুঝির জেরে সোহরাওয়ার্দী হলের সামনে আমাদের এক কর্মীকে ব্যঙ্গ করে কথাবার্তা বলে। পরবর্তীতে তাদের সাথে একটু ঝামেলা হয়। আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা বলেন ক্যাম্পাস অস্থিতিশীল কারী কাউকে ছাড় দেয়া হবে না। দেশীয় অস্ত্রসহ যাকে পাওয়া যাবে সে যে গ্রুপের হোক তাকে আইনের আওতায় আনা হবে। /সিএইচ Comments SHARES শিক্ষাঙ্গন বিষয়: