বিশ্বকাপ নিয়ে মাহবুবুল খালিদের গান ক্রিকেট মোদের গর্ব নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯ ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ উপলক্ষে ইউটিউবে মুক্তি পেল মাহবুবুল এ খালিদের নতুন গান ‘ক্রিকেট মোদের গর্ব’। গানটি তিনি নিজেই লিখেছেন ও সুরারোপ করেছেন এবং সংগীতায়োজন করেছেন রোমান। আর এতে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী কিশোর দাশ ও দিলশাদ নাহার কনা। গানটি গত ২৬ মে মাহবুবুল এ খালিদের নিজস্ব ওয়েবসাইটে খালিদসংগীত ডটকম (www.khalidsangeet.com) মুক্তি দেয়া হয়। একই সঙ্গে গানটির একটি মিউজিক ভিডিও মাহবুবুল এ খালিদের ইউটিউব চ্যানেল ‘খালিদ সংগীত’-এ প্রকাশ করা হয়। নানা বয়সী মানুষের অংশগ্রহণে তৈরি মিউজিক ভিডিওটিতে ক্রিকেট খেলাকে প্রাধান্য দেয়া হয়েছে। ‘ক্রিকেট মোদের গর্ব, ক্রিকেট অহংকার/ ভেঙে চুরে গড়বো মোরা, বিশ্বটা আবার।’ এমন কথামালায় শুরু হয়েছে গানটি। গানটি সম্পর্কে কণ্ঠশিল্পী কিশোর বলেন, মাহবুবুল এ খালিদের লেখা গানে বিশেষ বার্তা থাকে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তার লেখা এবং সুর করা নতুন এই গানটিওতে বিষয়টি দেখা গেছে। চমৎকার কথার সঙ্গে গানটির সুরও দিয়েছেন তিনি। আশা করছি দর্শক-শ্রোতাদের কাছে অনেক ভালো লাগবে। গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ বলেন, মানুষে মানুষে সাম্য ও সম্প্রীতি গড়ার ক্ষেত্রে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেট বিশ্বকাপের আবেদন অনেক বেশি। বিশ্বক্রিকেটে আমাদের দলটি দুর্বারগতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে মর্যাদার আসনে নিয়ে এসেছে ক্রিকেট। ক্রিকেট আমাদের গর্ব, ধ্যান-জ্ঞান। ক্রিকেট দূর করে সাদা-কালো, ধনী-গরিব সব ভেদাভেদ। গানটির কথা ও সুরে এ বিষয়টি প্রাধান্য দেয়া হয়েছে। উল্লেখ্য, ক্রিকেট নিয়ে মাহবুবুল এ খালিদের লেখা আরও কয়েকটি গান রয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপ উপলক্ষে মুক্তি দেয়া হয় ‘এগিয়ে চলো রয়েল বেঙ্গল’ শিরোনামের একটি গান। রোমানের সুরে কিশোর ও রন্টি দাশের গাওয়া ওই গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এর আগের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে মুক্তি পায় ‘আয়রে আয় তরুণ দল’ শীর্ষক আরেকটি গান। আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে কণ্ঠ দেন কনা ও রাজীব। https://youtu.be/BjfNAMMqT-Y এমএম/ Comments SHARES বিনোদন বিষয়: ‘ক্রিকেট মোদের গর্ব’বিশ্বকাপ নিয়ে মাহবুবুল খালিদের গান ‘ক্রিকেট মোদের গর্ব’