কুবি শিক্ষক সমিতি নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

খোরশেদ আলম, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির কার্যনিবার্হী পরিষদ নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল’।

সভাপতি নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: শামিমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকী।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনস্থ শিক্ষক মিলনায়তনে সকাল ৯.৩০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১.৩০টা পর্যন্ত চলে। ভোটগ্রহণের পর বিকাল ৪:৩০ টায় ফলাফল (খসড়া) ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ।

শিক্ষক সমিতির ৭ম কার্যনির্বাহী পরিষদে নির্বাচিত অন্যান্যরা হলেন,সহ-সভাপতি পদে লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ জিয়া উদ্দিন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।

কার্যনির্বাহী পরিষদের ৪টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান;কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুজ্জামান; সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আহমেদ; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল হক ভূঁইয়া।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সজল চন্দ্র মজুমদার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক হুমায়ুন কাইসার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মোহাম্মদ জসিম উদ্দিন এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।

নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ড. মুহ. আমিনুল ইসলাম আকন্দ বলেন, সকলের একান্ত সহযোগিতায় আমরা সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও ভোটারদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১ বছর শিক্ষক সমিতির দায়িত্ব পালন করবেন।

/সিএইচ

Comments